• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনে পহেলা বৈশাখ অনুষ্ঠিত 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:৫৯ পিএম;
ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনে পহেলা বৈশাখ অনুষ্ঠিত 
ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনে পহেলা বৈশাখ অনুষ্ঠিত 

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :‘ মুছে যাক  গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি¯œানে শুচি হোক ধরা’ এ স্লোগানকে  সামনে নিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নানান আয়োজনের মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করা হয়েছে।    সকাল ১০ টায় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও ফুলবাড়ী পৌরসভার যৌথ উদ্যোগে জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার অংগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি ফুলবাড়ী উপশহর বৈশাখী মেলায় গিয়ে শেষ হয়।.


    বাদ্যের তালে তালে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য লোকজ উপকরণ পালকি, গরুর গাড়ি, পুতুলের রঙিন প্লেকার্ডসহ নানান সাজ মঙ্গল শোভাযাত্রায় যোগ করে অনন্য মাত্রা।.


    শোভাযাত্রা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল, পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্ত্তী, উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা শাখা তেল, গ্যাস, খনিজ জাতীয় রক্ষা কমিটির আহবায়ক সাইফুল ইসলাম জুয়েল, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও আমরা করব জয় এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক প্লাবন শুভ প্রমুখ।.


    পরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে  উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এবং ফুলবাড়ী পৌরসভার পৃথক আয়োজনে পন্তা-ভাতের আয়োজন করা হয়।  উল্লেখ্য, ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে ফুলবাড়ী উপশহর মাঠে ৫ দিনব্যাপী ঈদ আনন্দ ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে। 
 . .

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ